25 C
আবহাওয়া
৩:০৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সকাল থেকে শহরের ভেতরে গণপরিবহন চলা শুরু

সকাল থেকে শহরের ভেতরে গণপরিবহন চলা শুরু

সকাল থেকে শহরের ভেতরে গণপরিবহন চলা শুরু

বিএনএ, ঢাকা : ঢাকা মহানগরসহ সকল জেলা শহরের ভেতরে বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে গণপরিবহন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (৫ মে) রাতে সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকে সরকারের সিদ্ধান্ত মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ঢাকা মহানগরসহ সকল জেলা শহরের ভেতরে গণপরিবহন চলাচল করবে। কিছু নির্দেশনা অনুসরণ করে গাড়ি চালানোর জন্য পরিবহন কোম্পানির নেতাদের নির্দেশ প্রদান করা হয়েছে।

নির্দেশনাগুলো হচ্ছে—

১. মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠতে পারবেন না।

২. গাড়ির স্টাফদেরকে গাড়ির মালিক কর্তৃক মাস্ক সরবরাহ করতে হবে।

৩. গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে। অর্থাৎ প্রতি দুই সিটে একজন যাত্রী বসবেন।

৪. রুট মালিক সমিতি বা পরিবহন কোম্পানির জিপির (গেট পাস) নামে কোনও ধরনের অর্থ গাড়ি থেকে আদায় করতে পারবে না।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ