17 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে তিন কিশোরসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে তিন কিশোরসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে তিন কিশোরসহ পাঁচ ছিনতাইকারী গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে তিন কিশোরসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) রাতে কোতোয়ালী থানাধীন নিউমার্কেট পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি ধারালো ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রুবেল (২৪), মনির হোসেন প্রকাশ কালা মনির (২১), মো. অপু প্রকাশ হৃদয় (১২), কাউসার (১৪) ও মো. জুয়েলকে (১৩) গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, পূর্বপরিকল্পিতভাবে টিপ ছোরা নিয়ে রাতের বেলায় ঘটনাস্থলসহ নগরের বিভিন্ন স্থানে ডাকাতির উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছিল তারা। এভাবে বিভিন্ন সময়ে ভোর ও রাতের বেলায় অবৈধ অস্ত্রসহ চট্টগ্রাম মহানগর এলাকায় ছিনতাই ও ডাকাতি করে আসছিল গ্রেপ্তারকৃতরা।

তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ