33 C
আবহাওয়া
৫:৪৫ অপরাহ্ণ - এপ্রিল ৯, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে দুইপক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজারে দুইপক্ষের সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩


বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও মাওলানা আবদুল্লাহ আল মামুন, তার চাচাতো ভাই আব্দুল মান্নান এবং চাচাতো বোন শাহিনা বেগম। তাদের মধ্যে মাওলানা আবদুল্লাহ আল মামুন জামায়াত ইসলামীর রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব এবং জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন।

বর্তমানে তাদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ