16 C
আবহাওয়া
৬:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে লেগুনাচাপায় নারীর মৃত্যু

সীতাকুণ্ডে লেগুনাচাপায় নারীর মৃত্যু

সীতাকুণ্ডে লেগুনাচাপায় নারীর মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে লেগুনা চাপায় রোকসানা আক্তার ওরফে পারুল আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় মরিয়ম বেগম নামে আরও এক নারী আহত হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভাধীন মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা আক্তার পৌরসদরের আমিরাবাদ গ্রামের নুরুল আলমের কন্যা।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, বাড়ি থেকে এক অসুস্থ আত্নীয় বাড়ি যাবার উদ্দেশ্যে বের হয়েছিলেন পারুল। তিনি বাসস্ট্যন্ডে যাবার সময় দক্ষিণ বাইপাস এলাকায় একটি দ্রুতগামী লেগুনা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে তার সাথে থাকা অপর এক নারী মরিয়ম বেগম। খবর পেয়ে লেগুনাটি আটক করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ