34 C
আবহাওয়া
১১:২৪ পূর্বাহ্ণ - মে ২, ২০২৪
Bnanews24.com
Home » রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী 

রুমায় স্বরাষ্ট্রমন্ত্রী 


বিএনএ, বান্দরবান : বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংকে লুটপাটের পর সেখানে এখন থমথমে অবস্থা রয়েছে। এমন পরিস্থিতিতে বান্দররবানের রুমায় এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (৬ এপ্রিল) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে তিনি প্রথমে বান্দরবানের রুমা উপজেলায় পৌঁছান।

পরে তিনি সেখানে থেকে প্রথমে আনসারদের ব্যারাক, মসজিদ ও সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে ঘটনার বিবরণ শোনেন।

বেলা সাড়ে ১১টায় তিনি হেলিকপ্টারে করে বান্দরবান সদরে দিকে রওনা দেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপির সঙ্গে বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীনসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদ মর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরে প্রশাসনের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বান্দরবান সার্কিট হাউসে মতবিনিময় করবেন। শেষে দুপুর ২.৩০ মিনিটে তিনি বান্দরবান সদর থেকে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ