15 C
আবহাওয়া
৭:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১

কক্সবাজারে প্রতিপক্ষের হামলায় নিহত ১

বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া বদরখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফজলে হাসান রিয়াদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৫এপ্রিল) রাত ১১টার দিকে টুটিয়াখালী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ফজলে হাসান রিয়াদ বদরখালী ইউনিয়নের টুটিয়াখালী পাড়ার ফরিদুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই ইউনিয়নের মগনামাপাড়ার আবদুল জলিলের ছেলে মো. ছোটন (৩০) ও মাতারবাড়ি পাড়ার বারেক আহমদের ছেলে জিদান আল নাহিয়ান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে জিদানের মোটরসাইকেলযোগে রিয়াদ ও ছোটন বদরখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন পথিমধ্যে টুটিয়াখালী মসজিদের সামনে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা অস্ত্রধারীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে তারা রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা এসে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এদের মধ্যে রিয়াদের হাতে কোপ ও ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন এবং ছোটনের মাথায় কোপ ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এদের দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং জিদান পায়ে গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক। চট্টগ্রামে নেওয়ার পথে রাত ১টার দিকে রিয়াদের মৃত্যু হয়। পরিবারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা হতে পারে। দুই গ্রুপই ছিনতাইয়ের সঙ্গে জড়িত। এদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ