20 C
আবহাওয়া
১১:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ঈদে ফিরতি যাত্রা : ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দিচ্ছে আজ

ঈদে ফিরতি যাত্রা : ১৬ এপ্রিলের অগ্রিম টিকিট দিচ্ছে আজ

ট্রেন

বিএনএ, ঢাকা : ঈদ উপলক্ষে যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তাদের ফিরতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত ৩ এপ্রিল। আজ শনিবার (৬ এপ্রিল) পাওয়া যাচ্ছে ১৬ এপ্রিলের টিকেট। সকাল ৮ টা থেকে পশ্চিমাঞ্চলের টিকেট পাওয়া যাচ্ছে। পূর্বাঞ্চলের টিকেট বিক্রি শুরু হবে দুপুর দুইটায়।

রেলওয়ে জানিয়েছে, যাত্রীদেরকে অনলাইনে টিকিট কিনতে হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট ভ্রমণের দিন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।

যাত্রীরা ঈদের অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট কিনতে পারবেন। একজন যাত্রী সর্বাধিক চারটি টিকিট কিনতে পারবেন। এই টিকিট রিফান্ড করা হবে না।

যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিদ করতে এরই মধ্যে অগ্নি নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এর আগে, গত ২৪ মার্চ ঈদযাত্রার প্রথম অগ্রিম টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে। চলে ৩০ মার্চ পর্যন্ত। আর গত ৩ এপ্রিল শুরু হয়েছে ঈদের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি৷

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ