17 C
আবহাওয়া
৫:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় যুদ্ধবিরতি নি‌য়ে নতুন আলোচনা

গাজায় যুদ্ধবিরতি নি‌য়ে নতুন আলোচনা

গাজা-ইসরায়েল যুদ্ধ বন্ধে তুরস্ক বড় ভূমিকা রাখতে পারে-জেফ ফ্লেক

বিশ্ব ডেস্ক:  গাজা ও ইসরায়ে‌লের ম‌ধ্যে যুদ্ধবিরতির নতুন আলোচনা শুরু হতে যা‌চ্ছে। খবর আল জা‌জিজার।

 

শুক্রবার (৫ এ‌প্রিল )হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রতিনিধি দলের সাথে এই সপ্তাহান্তে কায়রোতে গাজা যুদ্ধবিরতির ব্যবস্থা করার লক্ষ্যে একটি নতুন দফা আলোচনার পরিকল্পনা করা হয়েছে।

 

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সিআইএ পরিচালক বিল বার্নস।

 

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, রাষ্ট্রপতি জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে তার আলোচকদের ক্ষমতায়নের জন্য একটি ফোন কলে বলেছেন যাতে যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানো যায়।

 

সাম্প্রতিক প্রস্তাবের অধীনে, ইসরায়েল এবং হামাস অসুস্থ, বয়স্ক এবং আহত বন্দীদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হবে ব‌লে আশা করা যা‌চ্ছে।

 

কিরবি সাংবাদিকদের বলেন, “আসুন একটি চুক্তি করা যাক, যাতে আমরা কয়েক সপ্তাহের জন্য যুদ্ধবিরতি পেতে পারি, যাতে মানবিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি পূরণ করা সহজ হয়,” ।

এস‌জিএন

Loading


শিরোনাম বিএনএ