24 C
আবহাওয়া
২:৫১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » রামুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের রামুতে  সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার(৬ এপ্রিল)  বিষয়টি গণমাধ্যমকে জানান কক্সবাজার র‌্যাব-১৫ ক্যাম্পের অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম।

এর আগে বুধবার দুপুর ২টার দিকে  খুনিয়াপালং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক আব্দুর রহমান প্রকাশ মনিক্যা (৪৫) উপজেলার মধ্যম খুনিয়া পালং এলাকার আশরাফ জামানের ছেলে।

র‍্যাব-১৫ এর অধিনায়ক মো. আনোয়ার হোসেন শামীম বলেন, র‍্যাবের একটি দল গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার খুনিয়াপালং এলাকা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রহমান প্রকাশ মনিক্যা কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রামু একটি মামলা রয়েছে বলে বলে জানান তিনি। আটকের পর যুবককে রামু থানায় সোর্পদ করা হয়েছে।

বিএনএ/ফরিদুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ