বিএনএ: কুমিল্লার লাকসামের আকবর হোসেন বাবুল হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় দেন। রায় ঘোষণার সময় ৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- লিপি আক্তার, রহমত উল্লাহ রনি, কামাল হোসেন, তাজুল ইসলাম ও সজিব। তাদের সবার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার উলুপাড়া গ্রামে। রায় ঘোষণার সময় লিপি আক্তার ও সজিব পলাতক ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. জাহিদ হোসেন জানান, ২০১৭ সালের ১ আগস্ট নোয়াখালীতে আকবর হোসেন (৬৫) বাবুলকে হত্যা করে লাকসামে ৩নং কান্দিরপাড়ি ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় একটি ডোবায় বোস্তাবন্দি করে ফেলে দেয়া হয়। এরপর ১৪ আগস্ট মরদেহটি ডোবায় ভেসে ওঠে। পরে স্থানীয়রা ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দেন। পুলিশ ওই বস্তবন্দি গলিত মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরে পুলিশ নিহতের ছবি তুলে ফেসবুকে আপলোড করে। ওই ছবি দেখে নিহতের স্ত্রী ফাতেমা বেগম স্বামীর মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় কুমিল্লা লাকসাম থানার উপপরিদর্শক শেখ মিল্টন রহমান আকবর হোসেন বাবুলের স্ত্রীর জবানবন্দি নিয়ে বাদী হয়ে পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ ছয় বছর পর ১৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।
বিএনএ নিউজ/এ আর