16 C
আবহাওয়া
৩:২৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » তৃণমূলকর্মীর হামলার শিকার অভিনেত্রী পায়েল

তৃণমূলকর্মীর হামলার শিকার অভিনেত্রী পায়েল

পায়েল

বিনোদন ডেস্ক: ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনে পূর্ব বেহালা আসন থেকে প্রার্থী হয়েছেন টলিউড অভিনেত্রী পায়েল সরকার। রবিবার (৪ এপ্রিল) নির্বাচনি প্রচারে বেরিয়ে তৃণমূলকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে পায়েল সরকার ভারতীয় সংবাদমাধ‌্যমে বলেন, আমরা প্রচার করছিলাম। ২৭৬ নম্বর বুথে যখনই প্রবেশ করি, তখন আমাদের ছেলে-মেয়েদের ওপর আক্রমণ করে এবং মারধর করতে থাকে। দুঃখজনক বিষয় হলো ওরা নারীদেরও ছাড়েনি। ওখানে কিছু পুলিশ উপস্থিত ছিল তাদেরকে ফোর্স পাঠানোর অনুরোধ করি, কিন্তু তারা পাঠায়নি। আমাদের ছেলে-মেয়েরা ওখানে মার খেয়েছে।

শুধু বিজেপি কর্মীরা নন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন পায়েল সরকারও। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, থানায় যাওয়ার পর আমার গায়ে হাত দেয়, গালাগালা করে, জুতা ছুড়ে মারে। আমি বুঝতে পারছি না, এ রকম শক্ত একটি গেট থানার সামনে। তারপরও সেটা ভেদ করে কীভাবে থানায় প্রবেশ করলো। এছাড়া আমি যখন বাইরে ছিলাম তখনো আমাকে গালাগাল করা হয়।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ