26 C
আবহাওয়া
১:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৪, ২০২৪
Bnanews24.com
Home » টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল বাংলাদেশ

অধিনায়কের মতো করেই দলকে জেতালেন নাজমুল হোসেন শান্ত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের ২য় ম্যাচে অধিনায়কের মতো করেই দলকে জেতালেন নাজমুল হোসেন শান্ত। সম্মুখ থেকে নেতৃত্ব দিয়ে লিখলেন লঙ্কাবধের গল্প। এতে  শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে দলকে ফেরাল ১-১ সমতায়। ফলে সিরিজের শেষ ম্যাচটা রূপ নিয়েছে অলিখিত ফাইনালে।দুদলের জন্যই শক্ত পরীক্ষা।

বুধবার(৬মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের ২য় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে হেসে খেলে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ দল।  লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ১১ বল হাতে রেখেই পেরিয়ে যায় শান্তর দল।তাতে প্রায় অর্ধযুগ পর টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ।

এরআগে বাংলাদেশ-শ্রীলংকা টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২০৭ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে জাকের আলি (৬৮) ও মাহমুদউল্লাহ রিয়াদের (৫৪) জোড়া ফিফটির পরও ৩ রানে হেরে যায় টাইগাররা। তাতে শ্রীলংকা ১-০ পয়েন্টে এগিয়ে যায়।

বুধবার টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৬৫ রান করে শ্রীলংকা। ইনিংসের শুরুতে এক রানে ১ উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৪২ বলে ৬৬ রানের জুটি গড়েন কুশাল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।

একটা সময়ে শ্রীলংকার সংগ্রহ ছিল ৫ উইকেটে ১১২ রান। ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা ৩৭ বলে ৫৩ রানের জুটি গড়েন। তাদের জুটিতে ১৬৫ রান তুলতে সমর্থ হয় শ্রীলংকা।

দলের হয়ে ২৭ বলে ৩৭ রান করেন কামিন্দু মেন্ডিস। ২২ বলে ৩৬ রান করেন কুশাল মেন্ডিস। ১৪ বলে ২৮ রান করেন চারিথ আসালঙ্কা। ২১ বলে ৩২ আর ১৮ বলে ২০ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ও দাসুন শানাকা।

বাংলাদেশ দলের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও মেহেদি হাসান।

লঙ্কানদের দেয়া ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় বাংলাদেশ। দুই ওপেনার সৌম্য সরকার এবং লিটন দাসের ব্যাটে পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৬৩ রান করে টাইগাররা।

লক্ষ্য তাড়ায় সাবলীল শুরু করে বাংলাদেশ। পাওয়ার প্লেতে পায় বড় সংগ্রহ। ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে যোগ করে ৬৩ রান।

দলকে ভালো শুরু এনে দিলেও সৌম্য পারেননি নিজের ইনিংসটা বড় করতে, ২২ বলে ২৬ করে পাথিরানার বলে ধরেন সাজঘরের পথ। ইনিংস বড় করতে পারেননি লিটন দাসও, ৯ম ওভারের শেষ বলে ২৪ বলে ৩৬ করে ফেরেন তিনি। ৮৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

 

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে সেটিকে জেঁকে বসতে দেননি শান্ত-হৃদয়। দায়িত্বশীল ব্যাটিংয়ে ৮৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তারা।

 

দলের জয়ে ৩৮ বলে চারটি চার আর ২টি ছক্কার সাহায্যে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ বলে দুই চার আর এক ছক্কায় ৩২ রান করে অপরাজিত থাকেন তাওহিদ হৃদয়।

শনিবার সিরিজের ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সেই ম্যাচে যারা জিতবে সিরিজ তাদের হবে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ