17 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ৩


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শহরের নিউমুরিং এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) রাত আটটার দিকে ইপিজেড থানার মেঘনা তেলের ডিপুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তাদের মধ্যে আজিজুল রেলের পয়েন্টম্যান বলে জানিয়েছে পুলিশ। নিহত বাকি দুইজন পোশাক কারখানায় চাকরি করতেন ।

এ ঘটনায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ