24 C
আবহাওয়া
৯:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বেনাপোলে যাত্রীর পেটে স্বর্ণের বার

বেনাপোলে যাত্রীর পেটে স্বর্ণের বার


বিএনএ, বেনাপোল: যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ৫টি স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারি (৩৫) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। যার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

সোমবার (৬ মার্চ) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম ব্যাপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দপ্তরের সহকারি পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম। এর বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

তিনি আরও বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ