বিএনএ ডেস্ক : নৃত্য পরিচালক মাসুম বাবুল আর নেই। সোমবার(৬ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাহিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন চিত্রপরিচালক শাহিন সুমন।
দীর্ঘ সিনেমা জীবনে তিনি প্রায় দেড় হাজারের বেশি সিনেমার কোরিওগ্রাফার ছিলেন। তিনবার নৃত্য পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এক বছরেরও বেশি সময় ধরে সময় ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত তিনি। মাঝে ভারতে গিয়ে কেমোথেরাপি নিয়ে কিছুদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও নতুন করে ফের মাথাচাড়া দেয় ঘাতকব্যাধি ক্যানসার।
ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে যখন তিনি হিমিশিম খাচ্ছিলেন তখন তাকে অর্থ সাহায্য দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তার পাশে দাঁড়িয়েছিলেন শিল্পপতি কাদির মোল্লা।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার জন্য সর্বপ্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান। ভারত উপমহাদেশে বিখ্যাত চিত্রপরিচালক শ্যাম বেনেগালের ‘বঙ্গবন্ধু’র বায়োপিকেরও নৃত্য পরিচালনা করেছেন তিনি।
বিএনএ/ ওজি