বিএনএ ক্রীড়াডেস্ক : প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের । তৃতীয় ম্যাচে টাইগারদের লক্ষ্য জয় তুলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। সে লক্ষ্যে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে ২৪৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ ।
সোমবার (৬ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৪৮.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ২৪৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন সাকিব আল হাসান। এছাড়া ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।
ইংল্যান্ডের পক্ষে ৩ উইকেট তুলে নেন জফরা আর্চার। দুটি করে উইকেট পেয়েছেন আদিল রশিদ ও স্যাম কারান।
এদিকে শুরুতেই দুই ওপেনার লিটন দাস ও তামিম ইকবালের বিদায়ের পর দলকে পথ দেখান শান্ত ও মুশফিক জুটি। দুজনের ব্যাটে ভর করে আধিপত্যই করছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন ও তাইজুল ইসলাম।
ইংল্যান্ড একাদশ
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারেন, জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।
বিএনএ/ ওজি