27 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - জানুয়ারি ১২, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে মাশফিক হত্যা,শিক্ষক গ্রেপ্তার

বোয়ালখালীতে মাশফিক হত্যা,শিক্ষক গ্রেপ্তার

বোয়ালখালীতে মাশফিক হত্যা,শিক্ষক গ্রেপ্তার

বিএনএ,  বোয়ালখালী:  বোয়ালখালীর চরণদ্বীপে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানার শিক্ষক জাফর আহমেদকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল মাদ্রাসার তিন শিক্ষককে পুলিশ হেফাজতে নিলেও রাতে দুইজনকে ছেড়ে দিয়ে জাফরকে মাশফির মামার করা মামলায় গ্রেপ্তার দেখায়।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ইফতেখার মালিকুল মাশফি হত্যা মামলায় মাদ্রাসা শিক্ষক জাফর আহমেদকে গ্রেপ্তার করেছি। আদালতের কাছে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

এর আগে, শনিবার রাতে নিহতের মামা মাসুদ খান বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

নিহতের ভাই মাজেদ বলেন, ‘আমার ভাই কয়েকদিনের মধ্যে আমপাড়া নেয়ার কথা ছিল। তাকে মাদ্রাসায় পাঠানোর পরের দিন সকালে খবর পাই সে ওয়াশরুমে যাওয়ার কথা বলে রুম থেকে বের হলে তাকে আর পাওয়া যাচ্ছে না। পরে মাদ্রাসায় গিয়ে আমরা অনেক খোঁজাখুঁজির পর দুই তলার স্টোর রুমে কম্বল মোড়ানো গলা কাটা অবস্থায় মাশফিককে দেখতে পাই। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। আমি ভাই হত্যার সঠিক ও সর্বোচ্চ বিচার দাবি করছি।’

উল্লেখ্য, শনিবার সকালে বোয়াখালীর পশ্চিম চরণদ্বীপ হযরত মওলানা অছিয়র রহমান হেফজখানায় স্টোর রুম থেকে মাদ্রাসা ছাত্র ইফতেখার মালিকুল মাশফিকের কম্বল মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয়।

বিএনএ/ মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ
শহরের নিরাপদ খাদ্য ও নির্মল বাতাসের জন্য ছাদ বাগান জরুরি-সৈয়দা রিজওয়ানা দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় আইনের যথাযথ প্রয়োগের ওপর গুরুত্বারোপ সচিব মাহবুবা ফারজানার দেশে এক নারীর শরীরে এইচএমপিভি শনাক্ত বিজিবির শক্ত অবস্থানে সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়েছে ভারত- স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন কমিটি নিয়ে সংঘর্ষে বিএনপি নেতা নিহত মুঠোফোন ও ইন্টারনেট সেবায় ভ্যাট হ্রাসের দাবি, আন্দোলনের হুঁশিয়ারি ভারত-বাংলাদেশ সর্ম্পকে বাঁধা ‘হারিয়ে যাওয়া ভাই’! আওয়ামী লীগের আমলের এনআইডি আইন পর্যালোচনায় বৈঠকে ইসি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড ঘোষণা, বাদ পড়লেন যারা ঢাকায় তিন মাসে ৮১০ ছিনতাইকারী গ্রেপ্তার