বিএনএ, ফেনী: ফেনীর বিসিকে ৮ হাজার ৫শ ৬৮ লিটার বিএসটিআই এর অনুমোদন বিহীন সয়াবিন তেলসহ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় দুইজনকে আটক ও তেল পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান (রেজিঃ নং- চট্ট মেট্রো ট ১১-৯৫৩০)টি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।রোববার (৬ মার্চ) সকালে এ অভিযান চালানো হয়।
আটককৃতরা হলো চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের মৃত হাসি মিয়ার ছেলে শাহজাহান ৪১ ও কক্সবাজারের উখিয়া উপজেলার সর্দার বিল এলাকার হাসিনুর আহমদের ছেলে মোঃ ইসমাইল(৩২),
জব্দকৃত তেলের বাজার মূল্য ষোল লক্ষ চুয়ান্ন হাজার বিশ টাকা। আটককৃতরা জেলা গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন কক্সবাজার থেকে এই তেলগুলো ভারত পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিসিক রাস্তার কাভার্ডভ্যান তল্লাশি করে ৬০৪ কার্টুনে,৮৫৬৮ লিটার সরকারি এবং বিএসটিআই অনুমোদনহীন বোতলজাত সয়াবিন তেল জব্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, উদ্ধারকৃত মালামাল ও কাভার্ড ভ্যানসহ আটককৃতদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিএনএ/ এবিএম নিজাম উদ্দিন, ওজি