21 C
আবহাওয়া
১২:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিএনএ, সাভার : দীর্ঘ ৭ মাসের সম্পর্ক ভাটা পড়ায় ঢাকার ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী। প্রেমিক কাইয়ুম (২১) উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী গ্রামের নাছির উদ্দিনের ছেলে। শনিবার ( ৬ মার্চ ) সন্ধ্যায় প্রেমিকা সোনিয়া আক্তার (১৭) বিয়ের দাবিতে প্রেমিক কাইয়ুমের বাড়িতে অনশনে বসে।

সোনিয়া আক্তার বলেন, সাত মাস আগে ফেসবুকে কাইয়ুমের সাথে আমার পরিচয় হয়। পরে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে মাঝে- মধ্যেই দু’জনই দেখা করি। আর বিষয়টি উভয় পরিবারই জানতো। কিন্তু কাইয়ুম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে রাস্তাঘাটে সবার সামনে মারধর করে। তারপরও আমি কখনো ওর কোন ক্ষতি করিনি। বিয়ের কথা বলে আমার সাথে সব ধরণের সম্পর্ক করেছে। আমি এখন নিরুপায়। আমাকে এখন বিয়ে করতে হবে। নয়তোবা এই বাড়িতে আমি বিষ খেয়ে মারা যাব।

এদিকে প্রেমিক কাইয়ুম বলেন, আমার সাথে ওর কোন প্রেমের সম্পর্ক নেই। এক মাস সম্পর্কের পর আমাদের ব্রেকাপ হয়ে যায়। সোনিয়া আমার কাছে টাকা পাইত। টাকা নিতে আমাদের বাড়িতে এসে আর যায় না। আমাকে এখন বিয়ে করতে বলে।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মুসলেম উদ্দিন জানান, বিষয়টি জানার পর সারা দিন উভয় পক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু কেউ কোন কথা শুনে না। এর আগে পিছে আমি নাই।

ধামরাই থানাধীন কাওয়ালিপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ২৪.কম/ইমরান খান/এনএএম

Loading


শিরোনাম বিএনএ