15 C
আবহাওয়া
১০:৩৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা : আক্রান্ত আরও ১২

চট্টগ্রামে করোনা : আক্রান্ত আরও ১২


বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪০১টি নমুনা পরীক্ষায় ১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার শুণ্য দশমিক ৮৫ শতাংশ। এদিন করোনায় মৃত্যুবরণ করেনি কেউ। রোববার (৬ মার্চ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ১ হাজার ৪০১টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১২ জন করোনা্ রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে ১১ জন মহানগর এলাকার ও ১ জন সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত চট্টগ্রামে করোনা রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৪৪ জন।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, মোট আক্রান্তের মধ্যে নগরে ৯২ হাজার ৩৩ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫১১ জন। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

Loading


শিরোনাম বিএনএ