25 C
আবহাওয়া
৬:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মোহামেডানের নেতৃত্বে এলেন যারা

মোহামেডানের নেতৃত্বে এলেন যারা

মোহামেডানের নেতৃত্বে এলেন যারা

বিএনএ, স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ১০ বছর পর ঐতিহ্যবাহি মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের মাধ্যমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ গঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ভোট গ্রহণ শেষে রাত সাড়ে ৯টায় ফল ঘোষণা করা হয়।

১৬টি পরিচালক পদে প্রার্থী ছিলেন ২০ জন। যে চারজন নির্বাচিত হতে পারেননি তাঁরা হলেন কামরুন নাহার ডানা (৫৪ ভোট), সাজেদ আদেল (৯৫), সালাম মুর্শেদী (১২১) ও মোস্তাকুর রহমান (১৪১)।

৩৩৭ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২৩৯ জন। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়েছে। করোনার চিকিৎসা নিতে দুবাইয়ে আছেন গোলাম মোহাম্মদ আলমগীর। না থেকেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। তবে ভোট দিতে না আসা আরেক প্রার্থী ও সাবেক ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী জয়ী হতে পারেননি।

নতুন কমিটি :
সভাপতি: সাবেক সেনাপ্রধান মোহাম্মদ আবদুল মুবীন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

পরিচালক: শফিউল ইসলাম মহিউদ্দিন (২২৬), গোলাম মোহাম্মদ আলমগীর (২২৩), মাহবুবুল আনাম (২২৩), সিদ্দিকুর রহমান (২২১), মোস্তফা কামাল (২২০), মাসুদুজ্জামান (২১৯), মইনুদ্দিন হাসান, এ জি এম সাব্বির, কাজী ফিরোজ রশীদ (২১৮), দাতু মোহাম্মদ একরামুল হক (২১৫), মঞ্জুরুল আলম (২১৪), খাজেস্তা নূর-ই নাহরিন (২১০), আবু হাসান চৌধুরী (২০৮), কবির আহমেদ ভূঁইয়া (১৭৬), জামাল রানা ও হানিফ ভূঁইয়া (১৪৪)।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ