25 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় বৈষম্যের  অভিযোগ

ধামরাইয়ে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় বৈষম্যের  অভিযোগ

সাভারে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় বৈষম্যের  অভিযোগ

বিএনএ, ধামরাই : ঢাকার ধামরাইয়ে আমতা ইউনিয়নে আওয়ামী লীগের যৌথ মতবিনিময় সভায় বৈষম্যের অভিযোগ উঠেছে আমতা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে।  শনিবার (৬ মার্চ) দুপুরের দিকে আমতা ইউনিয়নে হরলাল উচ্চ বিদ্যালয় আমতা স্কুল মাঠে এমন অভিযোগ করেছে এক পক্ষ।

আগামী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ও প্রার্থীদের সমর্থকদের নিয়ে এক যৌথ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় যে চেয়ারম্যান প্রার্থীর সমর্থক বেশি সে তত এগিয়ে থাকবে।

সভায় দেখা যায় আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন ও আওলাদ হোসেনের ভাড়াটে লোকজন চেয়ারে বসে থাকলেও চেয়ার মিলেনি চেয়ারম্যান পদপ্রার্থী আরিফ হোসেনের সমর্থকদের। আমতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আরিফ হোসেনের সমর্থিত লোকজন মাটিতে বসেই যৌথ সমাবেশ সমাপ্ত করেন।

আরিফের সমর্থকরা জানান, আমরা চেয়ারের জন্য আসিনি। আবুল চেয়ারম্যান তাদের লোক চেয়ারে বসিয়ে জনসমর্থন বেশি দেখাতে চেয়েছে। কিন্তু আমরা মাটিতে বসে দেখিয়ে দিয়েছি আমতা ইউনিয়নবাসী আরিফকে চায়। চেয়ার নয় চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আরিফকে।

চেয়ারম্যান প্রার্থী আরিফ হোসেন জানান, আমার সমর্থকরা আওয়ামী লীগকে ভালোবাসে। দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। আমার নেতা ধামরাইয়ের অভিভাবক বেনজির আহমেদকে ভালোবাসে বলেই আজ এখানে এত লোক হয়েছে। আমার সমর্থকরা সবাই ভালোবেসেই মাটিতে বসেছে।

এবিষয়ে জানার জন্য চেয়ারম্যান আবুল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি।

অনুষ্ঠানে আমতা ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ,  পৌর মেয়র গোলাম কবির মোল্লাসহ আওয়ামী লীগের আরো নেতা কর্মীরা।

বিএনএ/ ইমরান খান।

Loading


শিরোনাম বিএনএ