বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সিএনজি অটোরিকশার ধাক্কায় উত্তম দাশ (৫০) নামে এক বরযাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত (৫ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে নগরের বহদ্দারহাট এক কিলোমিটারে অবস্থিত মোহনা ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। নিহত উত্তম দাশের বাড়ি চন্দনাইশ উপজেলার বিরাকুল নতুনপাড়া গ্রামের অমূল্যচরণ দাশের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, বিয়ের দাওতায় খেয়ে ক্লাবের সামনে রাস্তা পার হওয়ার সময় রাত ১২টার দিকে সিএনজির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন উত্তম দাশ। এ সময় তাকে হাসপাতালে আনা হলে জরুরি আইসিউ সাপোর্ট দিতে পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক।
কিন্তু আসন সংকট থাকায় তাকে বেসরকারি হাসপাতাল সিএসসিআরে নেয়া হয়। ঘণ্টাখানেক পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। নিহতের পরিবার পরবর্তীতে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে বলে জানান তিনি।
বিএনএনিউজ/আমিন