বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলী ঢাকা ম্যাচ ফ্যাক্টরির সামনে লেগুনা ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোবারক হোসেন (২৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
মৃত মোবারক কুমিল্লা দেবিদ্ধার উপজেলার চৌদ্দকোট এলাকার আলী আশরাফের ছেলে। শ্যামপুর আলীরাজ স্টিল মিলে কাজ করতেন তিনি।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল হক জানান, সকালে ঢাকা ম্যাচ ফ্যাক্টরি সংলগ্ন মসজিদের সামনে একটি লেগুনা ও অটোরিকশার মুখোমুুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার আরোহী মোবারক। একই ঘটনায় অটোরিকশার আরেক আরোহী পাপ্পু (২০) নামে এক যুবক সামান্য আহত হয়েছেন। পাপ্পু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে।
তিনি আরও জানান, লেগুনা ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। তবে এর চালকরা পালিয়ে গেছে।
বিএনএনিউজ/আজিজুল,জেবি