বিএনএ, ফেনী : ফেনীতে এক বাসায় বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
দগ্ধদের পরিচয় জানা যায়নি। তবে তাদের দুইজনের দেহের ৬০ ভাগ ঝলসে গেছে। এছাড়া, বিস্ফোরণে রুমের দরজা, জানালা, গ্রিল, গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/জেবি