18 C
আবহাওয়া
১০:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে বিস্ফোরণে মা-মেয়েসহ ৩জন দগ্ধ

ফেনীতে বিস্ফোরণে মা-মেয়েসহ ৩জন দগ্ধ

ফেনীতে বিস্ফোরণে মা-মেয়েসহ ৩জন দগ্ধ

বিএনএ, ফেনী : ফেনীতে এক বাসায় বিস্ফোরণের পর সৃষ্ট আগুনে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের হলি ক্রিসেন্ট স্কুল সংলগ্ন শফিক ম্যানশনে এ ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা জাকের হোসেন গণমাধ্যমকে ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক‌্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

দগ্ধদের পরিচয় জানা যায়নি। তবে তাদের দুইজনের দেহের ৬০ ভাগ ঝলসে গেছে। এছাড়া, বিস্ফোরণে রুমের দরজা, জানালা, গ্রিল, গ্লাস ভেঙে টুকরো হয়ে গেছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলা যাবে বলেও জানান তিনি।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার