বিএনএ, ডেস্ক : ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, হাইকমিশনার এখানে না থাকায় আমরা ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে তলব করতে বলেছি এবং তার কাছে আমাদের প্রতিবাদলিপি হস্তান্তর করেছি।
তিনি বলেন, ঢাকা এর আগে শেখ হাসিনাকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া থেকে বিরত রাখতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছিল, কিন্তু আমরা কোনো সাড়া পাইনি।
হোসেন বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আবারও ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধের মাধ্যমে তাদের আপত্তি জানিয়েছে।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে অত্যন্ত আক্রমণাত্মক হিসেবে বর্ণনা করে বলেন, এতে তারা তরুণ প্রজন্মের অনুভূতিতে আঘাত লাগতে পারে বলে ইঙ্গিত করে।
শেখ হাসিনা যাতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন তা নিশ্চিত করতে ভারতের প্রতি বাংলাদেশ আহ্বান অব্যাহত রেখেছে উল্লেখ করে হোসেন বলেন, ‘ভারত কী পদক্ষেপ নেয় তা আমরা পর্যবেক্ষণ করব।’
বিএনএ/ ওজি