২:৪০ পূর্বাহ্ণ - ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bnanews24.com
Home » সারজিস আলম আহত

সারজিস আলম আহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম

বিএনএ, ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রাইভেটকার দুর্ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম আহত হয়েছেন।
বুধবার (৫ফেব্রুয়ারি ২০২৫)রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন।

আহত সারজিস আলম জানান, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় অফিসে যাচ্ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আহত হই।

বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের  পাশে কেটে গিয়েছে।

এছাড়া মাথায় আঘাত লেগেছে।ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান, উনার বাম চোখে একটা স্টিচ সেলাই দেয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।

বিএনএ,আহা,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ