24 C
আবহাওয়া
৩:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মিরসরাইয়ে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার


বিএনএ, মিরসরাই: মিরসরাইয়ে অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে করেছে মিরসরাই থানা পুলিশ।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মিরসরাই সদর ইউনিয়ন থেকে এএসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে আসামিকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির নাম মো. সবুজ (৪২)। সে উপজেলার সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আবু তাহের এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, আটককৃত সবুজ ২০০৭ সালের অস্ত্র মামলার পরোয়ানাভুক্ত আসামি। চলতি বছর তার ১০ বছরের সাজা হয়।

বিএনএ/আশরাফ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ