বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড থেকে ৮৪৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। রোববার (৫ ফেব্রুয়ারি)তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি পিকআপ জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার দলিল পোদাইনগর এলাকার মৃত সিরাজুল হকের ছেলে মোঃ শাহজাহান (৪০)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো.নুরুল আবছার জানান, কিছু মাদক ব্যবসায়ী পিকআপে কুমিল্লা থেকে চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ে আসতেছিল এমন তথ্যের ভিত্তিতে র্যাব এ অভিযান চালায়। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি তল্লাশি করে তারা।।একটি পিকআপের গতিবিধি সন্দেহজনক হওয়ায় এটি থামানোর সংকেত দেয় র্যাব। পিকআপটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ীসহ মোঃ শাহজাহান (৪০)কে আটক করা হয়। শাহজাহানের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮৪৫ বোতল ফেন্সিডিল ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাহাজাহান জানান, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে ফেন্সিডিল কিনে চট্টগ্রামসহ পাশের জেলায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে। আটক শাহজাহানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএ/বিএম, ওজি