27 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নেপাল যাচ্ছে চীনের সিনোভ্যাকের প্রথম চালান

নেপাল যাচ্ছে চীনের সিনোভ্যাকের প্রথম চালান

নেপাল যাচ্ছে চীনের সিনোভ্যাকের প্রথম চালান

বিএনএ, বিশ্ব ডেস্ক : চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম চালান যাচ্ছে নেপালে। এই টিকার প্রথম চালান জরুরিভিত্তিতে প্রতিবেশী দেশ নেপালে যাচ্ছে শিগগিরই।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক টেলিফোন সাক্ষাৎকালে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গায়াওয়ালির সঙ্গে ওয়াং সিনোভ্যাকের টিকার প্রথম চালান পাঠানোর প্রতিশ্রুতি বদ্ধ হন।

ওয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট শুরু থেকেই সিনোভ্যাককে বৈশ্বিক পাবলিক পণ্য হিসেবে বিবেচনা করে আসছেন। যাতে করে এই টিকার মাধ্যমে বিশ্ব করোনামুক্ত হতে পারে। সে অনুযায়ীই আমরা নেপালের জন্য সিনোভ্যাকের প্রথম চালান পাঠাবো।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী চীনের সহযোগীতার কারণে দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের এমন সহায়তার জন্য নেপাল সরকার ও জনগন কৃতজ্ঞ। মহামারি করোনাভাইরাস রুখতে নেপাল চীনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ