22 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরী করলেন মুমিনুল

টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরী করলেন মুমিনুল

টেস্ট ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরী করলেন মুমিনুল

বিএনএ, চট্টগ্রাম : বাংলাদেশ ক্রিকেট দলকে অধিনায়ক মুমিনুল হকের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল। আগের দিনের ৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক ও মুমিনুল। প্রথম সেশনে ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু করেন দুজন। তবে মুশফিক আউট হলেও ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল।

এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯৪ রান। মুমিনুল ক্রিজে অপরাজিত আছেন ৫৬ রান নিয়ে। তার সঙ্গী হিসেবে ক্রিজে আছেন লিটন দাস। তার সংগ্রহ ১৩ রান। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২৬২ রান।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩০ রান।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ