বিএনএ, ঢাকা : তেলের বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ ২৯ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ শুরু হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।
রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
গত বৃহস্পতিবার রাতে সিলেটের মাইজগাঁওয়ে জ্বালানি তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এসময় ৮টি ট্যাংক লাইনচ্যুত হয়। এসময় সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
এঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বিএনএনিউজ/জেবি