ঢাকা: রাজধানীর ধানমন্ডি এলাকার ভোটার হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা-১০ আসনে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে।
তার ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ। শনিবার(৬ জানুয়ারি ২০২৪) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, রোববার সকাল ৮টায় এ কেন্দ্রে ভোট দেবেন শেখ হাসিনা।
এই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ।
প্রধানমন্ত্রীর সঙ্গে একই কেন্দ্রে ভোট দেবেন ছোট বোন শেখ রেহানা ও শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন গোপালগঞ্জ জেলার একটি আসন হতে।
জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে প্রার্থী হতে হলে সেখানকার ভোটার হওয়ার বাধ্যবাধকতা নেই, দেশের যে কোনো আসনে ভোটার হলেই চলে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় এবারও(২০২৪ জাতীয় নির্বাচনে) কোন আসনে প্রার্থী হন নি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবশ্য তার সংসদীয় আসন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) আসনে ভোট প্রয়োগ করবেন।
৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে ২৮টি দল অংশ নিয়েছে। ২৯৯টি আসনে এক হাজার ৯৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনএ,এসজিএন