23 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৫
Bnanews24.com
Home » স্টেজ ভেঙে পড়া স্বাভাবিক ব্যাপার: ওবায়দুল কাদের

স্টেজ ভেঙে পড়া স্বাভাবিক ব্যাপার: ওবায়দুল কাদের

স্টেজ ভেঙে পড়া স্বাভাবিক ব্যাপার: ওবায়দুল কাদের

বিএনএ: স্টেজ ভেঙে পড়া স্বাভাবিক ব্যাপার। তবে যে কোন মঞ্চে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি। এত নেতা দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের র‌্যালি পূর্ব সমাবেশে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট কর্মী দরকার। কর্মী উৎপাদনের কারখানা দরকার, নেতা উৎপাদনের নয়। ছাত্রলীগ হবে সেই কর্মী উৎপাদনের কারখানা।

এর আগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অপরাজেয় বাংলার পাদদেশে র‌্যালি পূর্ব সমাবেশের মঞ্চে বক্তব্য দেয়ার সময় আকস্মিক মঞ্চ ভেঙে পড়ে। ওবায়দুল কাদেরসহ মঞ্চে থাকা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা তখন পড়ে যান। কয়েকজন আহতও হন। তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

 

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ