বিএনএ: বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ-বিপিএল’র নবম আসর মাঠে গড়াচ্ছে আজ। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্স লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সোয়া সাতটায় রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রতি বছর বিপিএল হলে এবারের আসরটি হবার কথা ছিল ১২তম। তবে ২০১৪ সালে ফিক্সিং আর করোনার কারণে ২০ ও ২১ সালের বসে বিপিএল-এর আসর।
আগের আট আসরে সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৩ বারের চ্যাম্পিয়ন তারা। ঢাকাও সমানে সমান। তবে গ্ল্যাডিয়েটর্স দুবার আর একবার ডায়ইমাইটস চ্যাম্পিয়ন হয়। এবার খেলছে ঢাকা ডমিনেটরস নামে। একবার করে শিরোপা জিতেছে রংপুর রাইডার্স ও রাজশাহী রয়্যালস।
নয় আসরে বারবার দলের নাম বদলেছে, কোনো নামই স্থায়ী হয়নি। সবচেয়ে বেশি ছয়বার নাম বদলেছে সিলেটের। রয়্যালস, সানরাইজার্স, থান্ডারস, সুপারস্টারস, সিক্সারস হয়ে এবার স্ট্রাইকার্স। ব্যতিক্রম কেবল কুমিল্লা। বিভাগ না হয়েও যারা খেলছে এই আসরে।
বিপিএলে দলীয় সর্বোচ্চ স্কোর রংপুর রাইডার্সের। ২০১৯ সালে ২৩৯ রান করেছিলো তারা। আর সর্বনিম্ম ৪৪ রান করে খুলনা টাইগার্স। মজার ব্যপার হলো, বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের প্রথম ছয়টি হয়েছে চট্টগ্রামে। আর সর্বনিম্ন ছয়টি মিরপুর স্টেডিয়ামে।
ব্যক্তিগত সাফল্যে এগিয়ে দেশের দুই শীর্ষ তারকা। সবচেয়ে বেশি রান তামিম ইকবালের। ৭৯ ম্যাচে করেছেন ২৬২৮ রান। আর বল হাতে রাজত্ব করেছেন সাকিব আল হাসান। ৮৭ ম্যাচে ১২২ উইকেট নিয়েছেন তিনি।
সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। বিপিএলের সর্বোচ্চ রানের রেকর্ডের সঙ্গে সবচেয়ে বেশি ১৪৩টি ছয় হাঁকিয়েছেন এ ইউনিভার্স বস।
এখন পর্যন্ত ছয়টি হ্যাটট্রিক হয়েছে বিপিএলে। যার তিনটি বাংলাদেশি বোলারদের কীর্তি। তালিকায় আছেন আল আমিন হোসেন, আলিস ইসলাম ও সবশেষ আসরে মৃত্যুঞ্জয় চৌধুরী।
বিপিএল’র পূর্ণাঙ্গ সূচি
৬ জানুয়ারি-মিরপুর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স: ২.৩০ মিনিটে
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
৭ জানুয়ারি-মিরপুর
ঢাকা ডমিনেটরস-খুলনা টাইগার্স: দুপুর ২টা
ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
৯ জানুয়ারি-মিরপুর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স: দুপুর ২টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স: সন্ধ্যা ৭টা
১০ জানুয়ারি-মিরপুর
ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স: দুপুর ২টা
ঢাকা ডমিনেটরস-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
১৩ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল: দুপুর ২.৩০ মিনিটে
খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
১৪ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল: দুপুর ২টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা ডমিনেটরস: সন্ধ্যা ৭টা
১৬ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
ঢাকা ডমিনেটরস-সিলেট স্ট্রাইকার্স: দুপুর ২টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স: সন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
খুলনা টাইগার্স-রংপুর রাইডার্স: দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডমিনেটরস: দুপুর ২টা
ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স: সন্ধ্যা ৭টা
২০ জানুয়ারি-চট্টগ্রাম জহুর আহমেদ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স: দুপুর ২.৩০ মিনিটে
ঢাকা ডমিনেটরস-ফরচুন বরিশাল: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
২৩ জানুয়ারি: মিরপুর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রাইডার্স: দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডমিনেটরস: সন্ধ্যা ৭টা
২৪ জানুয়ারি: মিরপুর
ফরচুন বরিশাল-সিলেট স্ট্রাইকার্স: দুপুর ২টা
ঢাকা ডমিনেটরস-খুলনা টাইগার্স: সন্ধ্যা ৭টা
২৭ জানুয়ারি: সিলেট ন্যাশনাল
রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স: দুপুর ২.৩০ মিনিটে
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
২৮ জানুয়ারি: সিলেট ন্যাশনাল
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স: দুপুর ২টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
৩০ জানুয়ারি: সিলেট ন্যাশনাল
ঢাকা ডমিনেটরস-রংপুর রাইডার্স: দুপুর ২টা
খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
৩১ জানুয়ারি: সিলেট ন্যাশনাল
ঢাকা ডমিনেটরস-ফরচুন বরিশাল: দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইগার্স: সন্ধ্যা ৭টা
৩ ফেব্রুয়ারি: মিরপুর
ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স: দুপুর ২.৩০ মিনিটে
ঢাকা ডমিনেটরস-রংপুর রাইডার্স: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
৪ ফেব্রুয়ারি: মিরপুর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স: দুপুর ২টা
রংপুর রাইডার্স-সিলেট স্ট্রাইকার্স: সন্ধ্যা ৭টা
৭ ফেব্রুয়ারি: মিরপুর
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা ডমিনেটরস: দুপুর ২টা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল: সন্ধ্যা ৭টা
৮ ফেব্রুয়ারি: মিরপুর
খুলনা টাইগার্স-সিলেট স্ট্রাইকার্স: দুপুর ২টা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-রংপুর রাইডার্স: সন্ধ্যা ৭টা
১০ ফেব্রুয়ারি: মিরপুর
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স: দুপুর ২.৩০ মিনিটে
ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স: সন্ধ্যা ৭.১৫ মিনিটে
১২ ফেব্রুয়ারি: মিরপুর
এলিমিনেটর: দুপুর ২টা
১ম কোয়ালিফায়ার: সন্ধ্যা ৭টা
১৪ ফেব্রুয়ারি: মিরপুর
২য় কোয়ালিফায়ার: সন্ধ্যা ৭টা
১৬ ফেব্রুয়ারি: ফাইনাল
মিরপুর: সন্ধ্যা ৭টা
বিএনএ/এ আর