38 C
আবহাওয়া
৫:০৭ অপরাহ্ণ - এপ্রিল ১৬, ২০২৪
Bnanews24.com
Home » বকশীগঞ্জের ৫ ইউনিয়নের নির্বাচনী ফলাফল

বকশীগঞ্জের ৫ ইউনিয়নের নির্বাচনী ফলাফল


বিএনএ,জামালপুর :জামালপুরের বকশীগঞ্জে ৫ টি ইউনিয়নে শান্তিপুর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৫ ইউনিয়নের মধ্যে চারটিতে নৌকা ও ১ টিতে স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষনা করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা আশিকুর রহমান সরকার।
মেরুরচর ইউনিয়ন :
সিদ্দিকুর রহমান সিদ্দিক (নৌকা) ১০৮১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মনোয়ার হোসেন হক (মোটর সাইকেল) পেয়েছেন ৬৮২৯ ভোট।
সাধুরপাড়া ইউনিয়ন :
মাহমুদুল আলম বাবু (নৌকা) ৭১২২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী আবদুস সালাম (ঘোড়া) পেয়েছেন ৩২১২ ভোট,রাশেদুজ্জামান (আনারস) ১১০২ ভোট ও হুমায়ুন কবীর (মোটর সাইকেল) ১৭৮০ ভোট পেয়েছেন।
নিলক্ষিয়া ইউনিয়ন :
নজরুল ইসলাম সাত্তার (নৌকা) ৬৭৭৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মেহেজাবীন বিনতে হাসিব অরিন (মোটর সাইকেল)পেয়েছেন ৩০৯৯ ভোট,রেজাউল করিম (চশমা) ২৭০০ ভোট,সাইয়ুম খন্দকার (হাতপাখা)১২৫৩ ভোট,হাকিবুর রহমান (ঘোড়া) ৬৭ ভোট ও হাবিবুর রহমান (লাঙ্গল) ২০৮১ ভোট।
ধানুয়া কামালপুর ইউনিয়ন :
মশিউর রহমান লাকপতি (নৌকা) ৬৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্ধী মজিবর রহমান (আনারস প্রতীক) পেয়েছেন ২২০৭ ভোট,আবদুর রউফ (হাতপাখা) ৫৫৬ ভোট,আবদুল মোতালেব মাইনুল ( মোটর সাইকেল) ৭৭৫ ভোট, আবদুল মান্নান (ঘোড়া) ১৭৯১ ভোট ভোট পেয়েছেন।
বগারচর ইউনিয়ন :
মোসাদ্দেকুর রহমান মাসুম প্রমাণিক (আনারস প্রতীক) ৫৭৫৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী হুমায়ুন কবীর মোল্লা (দুটি পাতা) প্রতীকে পেয়েছেন ৫০৬২ ভোট। আবদুল মান্নান (মোটর সাইকেল) ৩৪১ , মোঃ রাজু মিয়া ( ঘোড়া) ২৫৪ ভোট, শফিকুল্লাহ ( অটোরিক্সা) ১৫৫৪, শেখ ফরিদ ( টেবিল ফ্যান) ৪১৩৫, হামিদুল ইসলাম ফটিক ( চশমা) ২৪২৯ ভোট ও মোঃ হোসেন আলী ( নৌকা) ৩১২৫ ভোট পেয়েছেন।

বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি

Loading


শিরোনাম বিএনএ