15 C
আবহাওয়া
৮:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক,সদস্য সচিবসহ ৭৫জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক,সদস্য সচিবসহ ৭৫জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম মানগর বিএনপির আহবায়ক,সদস্য সচিবসহ ৭৫জনের বিরুদ্ধে মামলা

বিএনএ,চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৭৫ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলার দায়ে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালী থানায় এ মামলায় দায়ের করা হয়।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, পুলিশের ওপর হামলা ও জানমালের ক্ষয়ক্ষতির অভিযোগে ৭৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

প্রসঙ্গত : ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ ঘোষণা দিয়ে বুধবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করে মহানগর বিএনপি। এ সময় বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থল থেকে ৪৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ