17 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

কুমিল্লায় বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ৪

দুর্ঘটনা

বিএনএ, কুমিল্লা : কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে ।বৃহস্পতিবার(৬ জানুয়ারী )  সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।  এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, পাশের লালমাই উপজেলার ভোলাইন ইউনিয়নের পরতী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে বাহার মিয়া (৫৫), স্ত্রী পারুল বেগম (৪০), শাশুড়ি গোলাপ নাহার (৭০) ও মেয়ে জান্নাত (১)।

এসআই মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৭টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার কালিয়াচৌ এলাকায় ঢাকামুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত হন আরও তিনজন। লালমাই হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করেছে।

নিহত বাহারের ভাতিজা মীর হোসেন বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাহার মিয়া ও তার শাশুড়ি গোলাপ নাহারের মৃত্যু হয়। পরে আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পারুল বেগম ও মেয়ে জান্নাত মারা যান।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ