19 C
আবহাওয়া
৬:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নান্নু করোনায় আক্রান্ত

নান্নু করোনায় আক্রান্ত

নান্নু করোনায় আক্রান্ত

বিএনএ, ঢাকা : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন। সন্ধ্যায় জানা যায়, তার করোনা ধনা পড়েছে।

নান্নুর করোনা পজিটিভ হওয়ার খবর আসার ঠিক আগের দিনই আক্রান্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে।

নান্নু বলেন, ‘আজ কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’

৩১ ডিসেম্বর নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনিই আছেন দায়িত্বে। প্রধান নির্বাচক হিসেবে আরও কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ