15 C
আবহাওয়া
১০:১১ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » গৌরীপুরে রডের আঘাতে বৃদ্ধ নিহত

গৌরীপুরে রডের আঘাতে বৃদ্ধ নিহত


বিএনএ, ময়মনসিংহ:  ময়মনসিংহের গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রশিদ (৬০) নামে এক বৃদ্ধ রডের আঘাতে খুন হয়েছেন।মৃত আব্দুর রশিদ উপজেলার মাওহা ইউনিয়নের ধেরুয়া কড়েহা গ্রামের মৃত এলাহি বক্সের ছেলে।

বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মাওহা ইউনিয়নের কুড়িপন বাজারে রডের আঘাাতে আব্দুর রশিদ গুরুতর আহত হয়। পরে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাতিজা মো. নিজাম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন।

তিনি বলেন, বুধবার সকালে কুড়িপন বাজারে জমি সংক্রান্ত বিরোধের  জেরে নিহতের ভাতিজা মো রুমান মিয়াকে ঘেরাও করে মারপিট করতে থাকে একই গ্রামের মোস্তফার ছেলে মো মোস্তাকিন ও তার সঙ্গীরা। খবর পেয়ে ভাতিজাকে বাঁচাতে আব্দুর রশিদ সেখানে ছুটে যান।ভাতিজাকে বাঁচাতে গেলে প্রতিপক্ষের রডের আঘাতে মেরুদণ্ডে  গুরুতর আঘাত পান তিনি। সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয় । সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদ মারা যান। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিএনএ/ হামিমুর রহমান ,ওজি

Loading


শিরোনাম বিএনএ