25 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

চট্টগ্রামে করোনা শনাক্তে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

চট্টগ্রামে করোনা আক্রান্ত আরও ৯২

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাস শনাক্তকরণে অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। ফলে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে এখন মাত্র ৩০ মিনিটেই পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল।

বুধবার (৬ জানুয়ারি) বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বিষয়টি জানিয়েছেন।

বিআইটিআইডি ল্যাবের প্রধান ডা. শাকিল আহমদ বলেন, বিআইটিআইডি ল্যাবে গতকাল (মঙ্গলবার) থেকে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করেছি। স্বাস্থ্য অধিদপ্তর এ অ্যান্টিজেন পরীক্ষার জন্য পরীক্ষামূলকভাবে কিছু জায়গায় অনুমোদন দিয়েছে। তার মধ্যে চট্টগ্রামে শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। এ টেস্টের সফলতার ভিত্তেতে পরবর্তীতে সারাদেশ ব্যাপি অ্যান্টিজেন পরীক্ষা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আপাতত ১ হাজার কিট দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়। পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ