22 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে এক জনের সাক্ষ্য

সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে এক জনের সাক্ষ্য

সাবরিনা-আরিফসহ আটজনের বিরুদ্ধে এক জনের সাক্ষ্য

বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে আরও এক জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

বুধবার (৬ জানুয়ারি) ঢাকা মহানগর বিচারক সাদবীর ইয়াসির আহসান আদালতে সাক্ষ্য দেন গৃহকর্মী আকলিমা আক্তার।সাক্ষ্য শেষে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর বিচারক পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করেন।

মামলায় ৪২ সাক্ষীর মধ্যে এখন পর্যন্ত ১৪ জনের সাক্ষ্য শেষ হয়েছে।গত বছরের ২০ আগস্ট সাবরিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

মামলা অপর আসামিরা হলেন, ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ।মামলার আটজনই আসামিই কারাগারে রয়েছেন।

উল্লেখ্য,মামলা সূত্রে বলা হয় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন‌্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই জেকেজি হেলথকেয়ার ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয়। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে প্রতিষ্ঠানটিতে গত বছরের ২৩ জুন অভিযান চালিয়ে সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

বিএনএ নিউজ/এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ