বিএনএ,ঢাকা:ক্ষমতার একযুগে ক্ষুধাকে জয় করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করাই সরকারের সফলতা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।বর্তমানে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেও জানান তিনি।
বুধবার(৬ জানুয়ারি)তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সচিত্র বঙ্গবন্ধু অ্যালবামের মোড়ক উন্মোচন শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন,সরকারের সবচেয়ে বড় সফলতা দেশের মানুষের উন্নয়ন।তাই খালি পায়ে ও খালি গায়ের মানুষ এখন আর দেখা যায় না।বিএনপি ও কিছু প্রতিষ্ঠান সরকারের উন্নয়নের অগ্রগতি দেখতে পারে না।কিছু সমলোচনা থাকবে।তবে, সেটি গঠনমূলক হওয়া উচিত।তাই অন্ধের মতো নয় গঠনমূলক সমালোচনা চায় সরকার।
তথ্যমন্ত্রী জানান,সরকারের ধারাবাহিকতা থাকায় অর্থনৈতিক অগ্রগতি হয়েছে।করোনার সময়েও দেশের অর্থনীতির গতি সচল আছে।এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।আওয়ামী লীগের শাসনামালে ১২ বছরে অর্থনীতি ও বাজেটের আকার বেড়েছে।রেমিটেন্স ও রিজার্ভ বেড়েছে প্রায় তিন গুণ।দারিদ্রের হার কমে এসেছে।প্রত্যেকটি ক্ষেত্রেই দেশ এগিয়ে গেছে।বাংলাদেশ সব সূচকে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে আছে।বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,এখন আর সঙ্কট নেই।বাংলাদেশ স্বল্প উন্নত থেকে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে।
তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরও একটি বড় রাজনৈতিক দল যারা স্বাধীনতা চায়নি তাদেরকে নিয়ে রাজনীতি করছে। এই স্বাধীনতাবিরোধী অপশক্তি বাংলাদেশ থেকে নির্মূল হয়নি।এটি সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন হাছান মাহমুদ।
বিএনএনিউজ/আরকেসি