28 C
আবহাওয়া
৩:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » কক্সবাজারে গোলাগুলিতে যুবক নিহত

কক্সবাজারে গোলাগুলিতে যুবক নিহত

রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাতদলের’ গুলিবিনিময় : নিহত ১, আহত ২০

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাদক মামলার আসামিকে ছিনিয়ে নেয়ার সময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে খোরশেদ আলম(২২)নামে এক যুবক নিহত হয়েছে।মঙ্গলবার(৬ জানুয়ারি)মধ্যরাতে উপজেলার মিঠা পানিরছড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত খোরশেদ টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকার হাজী গোলাম হোসনের ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার ১১ মামলার পলাতক আসামি শামসুল আলম ওরফে কালা শামসুকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারের বিষয়টি এলাকায় জানাজানি হলে তার সহযোগীরা মিঠা পানিরছড়া বাজারে তাকে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশের ওপর হামলা চালায়।সে সময় আত্মরক্ষায় পুলিশ পাল্টা খোরশেদ আলম গুলিবিদ্ধ হয়।পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।খোরশেদের বিরুদ্ধেও থানায় ২টি মাদক আইনে মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, নিহত খোরশেদ আলমের ভাই নুরুল আলম দাবি করেছেন,শামসুল আলমকে কে বা কারা আটক করে নিয়ে যাচ্ছে, এই খবর জানার পর আটককারীদের হাত থেকে ভাইকে রক্ষা করার জন্য তারা ঘটনাস্থলে যান।তখন একটি সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে গুলি চালালে তার ভাই খোরশেদ গুলিবিদ্ধ হয়।এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, সংঘটিত এই ঘটনার খবর পাওয়া মাত্র টেকনাফ হাসপাতালে ছুটে যান কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান ও সহকারী পুলিশ সুপার উখিয়া-টেকনাফ সার্কেল শাকিল আহমেদ।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ