বিএনএ,ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি-যুবদলের ১৭৮ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।বুধবার (৬ জানুয়ারি) তাদেরকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন বিচারপতি মো: হাবিবুল গণি ও বিচারপতি মো: রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।তবে, এসময়ের নিম্ন আদালতে আত্মসমর্পনেরও আদেশ দেয়া হয়।
আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি সাংবাদিকদের জানান, উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় ১৭৮জন নেতাকর্মী ৩৬টি জামিন আবেদন করেন।শুনানি শেষে আদালত একমাসের আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট।
এর আগে রাজধানীর ঢাকার বিভিন্ন স্থানে গাড়ি পোড়ানোর অভিযোগে ১৩ মামলায় প্রায় ২ম বিএনপি নেতাকর্মীকে জামিন দেয় হাইকোর্ট।
গত ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বিকালে ঢাকার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে।এ ঘটনায় রাজধানীর ১১ থানায় ১৩টি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় বিএনপির নয় শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
বিএনএনিউজ/আরকেসি