16 C
আবহাওয়া
৫:০২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » অস্ত্র মামলায় নুর হোসেনের যাবজ্জীবন সাজা

অস্ত্র মামলায় নুর হোসেনের যাবজ্জীবন সাজা

অস্ত্র মামলায় নুর হোসেনের যাবজ্জীবন সাজা

বিএনএ,নারায়নগঞ্জ:নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত  আসামি ও সাবেক কাউন্সিলর নুর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।সেইসঙ্গে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে বেকসুর খালাস দেয়া হয়।

বুধবার (০৬ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনালের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন।এরআগে সকালে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ জানান,২০১৪ সালের ২৮ এপ্রিল সাতখুন মামলার আসামি নুর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা।অন্যসহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জমা দিলেও নুর হোসেন তার অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রেখে দেন।এই অস্ত্র উদ্ধারের জন্য ২০১৪ সালের ৫ মে নুর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়।কিন্তু অস্ত্রটি পাওয়া যায়নি। পরবর্তীতে ওই বছরেরই ২ আগষ্ট  রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় একটি দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে নুর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়।ওই মামলায় আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ছয়জন স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ করা হয়।পরে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ