21 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের দাবি বিএনপির

বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের দাবি বিএনপির

বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের দাবি বিএনপির

বিএনএ,ঢাকা: করোনার ভ্যাকসিন নিয়ে ব্যবসা করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।সরকারের লুটপাটের কারণে করোনা ভ্যাকসিন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার(৬ জানুয়ারি)গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ড. মোশাররফ আরও বলেন,ভ্যাকসিন ক্রয় করতে গিয়ে সরাসরি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি না করে তৃতীয় পক্ষের মাধ্যমে চুক্তি করায় আর্থিকভাবে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে।এর মাধ্যমে ভ্যাকসিনের প্রতিটি ডোজের দাম প্রায় দ্বিগুণ পড়বে।কার সঙ্গে কোন পদ্ধতিতে চুক্তি করা হয়েছে তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।করোনা ঝুঁকিতে বাংলাদেশ শীর্ষ অবস্থানে থাকলেও এখন পর্যন্ত করোনার ভ্যাকসিন পেতে বাংলাদেশ সরকার ন্যূনতম ব্যবস্থা নিতে পারেনি।বিশ্বের অনেক দেশে ভ্যাকসিন দেয়া শুরু হয়ে গেছে।অথচ বাংলাদেশে ভ্যাকসিন পাওয়া নিয়ে দোলাচল তৈরি হয়েছে।সঠিক সময়ে ভ্যাকসিন আসবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে।বিকল্প উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের দাবিও জানান তিনি।

এই বিএনপি নেতা বলেন,বিশ্বব্যাপী করোনার প্রার্দুভাবের শুরু থেকেই বাংলাদেশের সরকার চরম উদাসীনতার পরিচয় দিয়েছে।করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি তারা।করোনা আক্রান্ত রোগীদের শনাক্ত করতে এবং চিকিৎসা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।মাস্ক, পিপিই, হাসপাতাল, করোনা শনাক্তকরণ জালিয়াতিসহ অসংখ্য দুর্নীতি উপহার দিয়েছে সরকার।বেসরকারি খাতে উচ্চমূল্যে চিহ্নিত কতিপয় মহলের নিকট প্রায় ৩ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিক্রি সরাসরি জনগণের সাংবিধানিক অধিকারের পরিপন্থি। ভ্যাকসিন সংগ্রহে শুধুমাত্র একটি দেশ/স্বার্থন্বেষী মহলকে খুশি রাখার জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

ড. মোশাররফ বলেন,ভ্যাকসিন বিতরণের ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক প্রণিত গাইডলাইন সঠিকভাবে মেনে চলতে হবে।যাদের ভ্যাকসিন পাওয়ার অগ্রাধিকার রয়েছে কোনো অবস্থাতেই তাদেরকে বঞ্ছিত করা যাবে না। শুধুমাত্র রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে অগ্রাধিকার প্রাপ্ত ব্যক্তিদের পরিবর্তে অন্যদেরকে ভ্যাকসিন দেয়ার প্রস্তাবনা রয়েছে।দেশের ৬০ বছরের অধিক বয়সী জনগোষ্ঠী, বিভিন্ন রোগে আক্রান্ত জনগোষ্ঠী,প্রাধিকার প্রাপ্ত জনগোষ্ঠী,সম্মুখসারির করোনা যোদ্ধারা বঞ্ছিত হওয়ার সম্ভবনা রয়েছে।যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন,বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে স্বাস্থ্যখাত।তার ওপর দেশে করোনা মহামারির সময়ে তাদের দুর্নীতির মাত্রা বেড়ে গেছে।সরকার করোনা ভ্যাকসিন পেতে কার্যকর উদ্যোগ গ্রহণ না করায় জনগণের দোরগোড়ায় ভ্যাকসিন পৌঁছানো এখন অনিশ্চিত হয়ে পড়েছে।করোনা ভ্যাকসিন বিতরণের জন্যও সরকারের প্রস্তাবিত জেলা, উপজেলা কমিটির মাধ্যমে ভ্যাকসিন সরবরাহ করা হলে সর্বস্তরের সাধারণ মানুষের কাছে এই ভ্যাকসিন যথাযথভাবে পৌঁছাবে না।ভ্যাকসিন বিনামূল্যে পাওয়া জনগণের অধিকার।এই অধিকার থেকে জনগণ যাতে বঞ্ছিত না হয় সেজন্য বিএনপি প্রথম থেকেই বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহ করার জন্য দাবি জানিয়ে আসছে।এই ভ্যাকসিন যাতে জনগণ সঠিকভাবে পায় সেটি সরকারকে নিশ্চিত করার দাবি জানান সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ