15 C
আবহাওয়া
৯:৫৫ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » চলন্ত ট্রেন থেকে ফেলে দিল নবজাতক

চলন্ত ট্রেন থেকে ফেলে দিল নবজাতক

চলন্ত ট্রেন থেকে ফেলে দিল নবজাতক

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে চলন্ত ট্রেন থেকে ফেলে যাওয়া নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারী) সন্ধ্যার পর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

বুধবার (০৬ জানুয়ারী) সকালে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশরাফ উদ্দিন ভুঁইয়া এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গৌরীপুর-শ্যামগঞ্জ রেলপথে শ্যামগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পলিথিনে মোড়ানো এক ছেলে নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়লে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির টিম ঘটনাস্থলে গিয়ে মাথা থেঁতলানো নবজাতকের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেন থেকে ফেলে দেয়ার কারণে নবজাতকের মাথা থেঁতলে গেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

বিএনএনিউজ/হামিমুর রহমান/জেবি

Loading


শিরোনাম বিএনএ