বিএনএ ঢাকা: আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূতের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস । বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি উইং) মোহাম্মদ রফিকুল আলম সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোহিঙ্গা সংকট, এলডিসি-পরবর্তী সময়ে জিএসপি প্লাস সুবিধা এবং বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করা হবে।’
এর আগে কখনোই ইউরোপীয় ইউনিয়নের ২৭ রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে আলোচনায় বসেনি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিএনএ/ ওজি