বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে পুলিশের ওপর হামলার মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ১২ অনুসারীর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল (৪ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম সরকার হাসান শাহরিয়ার রিমান্ড মঞ্জুরের এই আদেশ দেন।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- আমান দাস, রুমিত দাস, নয়ন দাস, গগন দাস, সুমিত দাস, বিশাল দাস, সনু দাস মেথর, সুমন দাস, রাজেশ দাস, দুর্লভ দাস, জয় নাথ ও অজয় সূত্রধর চৌধুরী।
নগর পুলিশের এডিসি (প্রসিকিউশন) মফিজুর রহমান বলেন, ১২ আসামির বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও হামলার মামলা আছে। ওই মামলায় আদালতে ১২ জনকে হাজির করা হয়। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।
হামলার মামলায় আরেক মামলা: এদিকে চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে নেওয়ার সময় চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতার ঘটনায় ২৯ জনকে আসামি করে আরো একটি মামলা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানায় মোহাম্মদ উল্লাহ নামে এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। এ মামলায় এক নম্বর আসামি ৩২ নম্বর আন্দরিকল্লা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নগর আওয়ামী লীগ নেতা জহর লাল হাজারি। আর দুই নম্বর আসামি ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) আব্দুল করিম বলেন, মঙ্গলবার রাতে সহিংসতার ঘটনায় মামলাটি দায়ের করা হয়। পুলিশের দায়ের করা মামলা সহ আলীফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় আরো অন্তত ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তাকে ঘটনার দিন শিবির উল্লেখ করে মারধর করা হয়। নিজের ব্যবসায়িক কাজে আদালতে গেলে ওই ঘটনার মুখে পড়েন তিনি। আসামিদের দেখে রঙ্গম কনভেনশন হলের গলিতে ঢুকে পড়েন। এক পর্যায়ে তাকে বেধড়ক মারধর করা হয়। নগদ ছয় হাজার টাকাও ছিনিয়ে নেয়া হয়।
প্রসঙ্গত, চিন্ময় দাসের জামিন না মঞ্জুর হওয়ায় গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে ইসকন সমর্থকরা। ওই দিন বিকালে ইসকন সমর্থকদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলীফ নিহত হন।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী